Logo
Logo
×

খেলা

সাকিবকে কেন আক্রমণে আনেননি শান্ত? 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৬:৩০ পিএম

সাকিবকে কেন আক্রমণে আনেননি শান্ত? 

ছবি : সংগৃহীত

গ্রুপপর্বে ভালো করা বাংলাদেশ দল সুপার এইটে এসে হোঁচট খেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটসম্যানরা মোটামুটি সংগ্রহ দাঁড় করাতে পারলেও ব্যর্থ হয়েছেন বোলাররা। কী কারণে এমনভাবে হারতে হলো টাইগারদের তা নিয়ে চলছে বিশ্লেষণ, আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে অধিনায়ক নাজমুল হাসান শান্তর সিদ্ধান্তকে নিয়ে। 

শুধু সুপার এইটে অস্ট্রেলিয়া ম্যাচ নয় পুরো বিশ্বকাপজুড়েই সেভাবে আক্রমণে আনা হয়নি সাকিবকে। ৪ ওবারের কোটা থাকলেও বিশ্বকাপজুড়ে দেখা গেছে কম বোলিং করতে। 

বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচসহ চার খেলায় ১২.২ ওভার বল করেছিলেন সাকিব। এ সময়ে ভালো বল হয়েছে তাও ঠাক নয়। এ ১২.২ বলে ৭৪ রান দিয়ে নিয়েছেন মাত্র দুই উইকেট। যা তার মতো বিশ্বসেরা বোলারের সঙ্গে অনেকটাই বেমানান বলে মনে করেন ভক্তরাও। 

ইতিহাস বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্যতম সফল বোলার সাকিব। এদিন ব্যাট হাতে ১০ বলে ৮ রান করলেও বল হাতে দেখা যায়নি তাকে। যা কিছুটা বিস্মিত করেছে ভক্তদের। 

অবশ্য, ঠিক কি কারণে সাকিব কম বোলিং করছেন, সেই বিষয়ে এখনও কিছুই জানায়নি টিম ম্যানেজমেন্ট। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম