Logo
Logo
×

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশ নিয়ে যা বললেন হাথুরু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৩:৪২ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশ নিয়ে যা বললেন হাথুরু

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সুপার এইটে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যারা কিনা এই বিশ্বকাপের অন্যতম দাবিদার। স্বাভাবিকভাবেই তাই এই ম্যাচে জয় পেতে হলে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে বাংলাদেশকে। একাদশ গঠন থেকে শুরু করে সব বিভাগেই দক্ষতার পরিচয় দিতে হবে বাংলাদেশ কোচ চান্ডিকা হাথুরুসিংহকে। একাদশ নিয়ে হাথুরুর নিজের ভাবনা কি। অস্ট্রেলিয়া ম্যাচে কি একাদশে কোনো চমক রাখছেন তিনি?

ম্যাচের আগেরদিন একাদশ নিয়ে প্রশ্নের উত্তরে হাথুরু অবশ্য সরাসরি কিছু বলেননি। তবে তিনি যে একাদশ সাজানোর ক্ষেত্রে কন্ডিশনকে গুরুত্ব দেবেন সেটা পরিষ্কার করে জানিয়েছেন সবাইকে। একাদশ কেমন হতে পারে তা নিয়ে হাথুরু বলেন, ‘এটা (একাদশে পরিবর্তন) কন্ডিশন ও প্রতিপক্ষের ওপর নির্ভর করে। তাদের (অস্ট্রেলিয়া) সীমাবদ্ধতা কোথায় আমরা সেদিকে দৃষ্টি দেব। আর অবশ্যই আমরা নিজেদের শক্তি বুঝে খেলব। ম্যাচের আগে এগুলোই ভাবা হবে।’

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ ছিল শরিফুল ইসলামের চোটে পড়া। তবে তার সেই ক্ষতি বেশ ভালোভাবেই পুষিয়ে দিয়েছেন তানজিম হাসান সাকিব। দলকে সুপার এইটে নিয়ে আসতে অগ্রণী ভূমিকা ছিল তার। এর বাইরে প্রথম তিন ম্যাচে কেবল সৌম্য সরকারই বাদ পড়েছেন। তার জায়গায় সবশেষ দুই ম্যাচে ছিলেন জাকের আলি অনিক। যদিও সেই অর্থে পারফর্ম করতে পারেননি তিনি। যা নিয়ে নিশ্চয় ভাববেন হাথুরু।

এক্ষেত্রে হাথুরুকে অবশ্য কিছুটা হলেও সাহায্য করবে অস্ট্রেলিয়ার ক্লাব নিউ সাউথ ওয়েলসের হয়ে তার কাজ করার অভিজ্ঞতা। যেখানে খুব কাছ থেকে অজি ক্রিকেটারদের দেখেছেন তিনি। যা নিয়ে হাথুরু বলেন, ‘বেশি দিন আগের কথা নয়, ১২ মাস আগেই তাদের সঙ্গে ছিলাম। অনেককেই চিনি। তারা খুব ভালো খেলোয়াড় এবং নিজেদের খেলাটা নিয়ে আত্মবিশ্বাসী। তাদের শক্তি ও সীমাবদ্ধতা জানলেও সেটি খুব বেশি কাজে লাগবে না। এই ম্যাচে কন্ডিশনই বড় প্রভাবক। তাই কন্ডিশনকে নিজেদের সুবিধা অনুযায়ী ব্যবহার করার দিকেই আমাদের মূল মনোযোগ।’

হাথুরুর অধীনেই ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে টেস্ট হারিয়েছিল বাংলাদেশ। সেই জয় কোনোভাবে অনুপ্রাণিত করবে কিনা এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘ওই দলটি তখন অনেক অভিজ্ঞ ছিল। অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান ছিল, কন্ডিশন ও উইকেটও নিজেদের পক্ষে ছিল। বোলিং ও ব্যাটিংয়ে কীভাবে পাল্টা আক্রমণ করব, সেই পরিকল্পনাও ছিল...বড় দলকে হারাতে কিছু সাহসী সিদ্ধান্ত নিতে আমরা অবশ্যই এসব নিয়ে কথা বলেছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম