হারিস রউফের সঙ্গে হাতাহাতি, আইনি পদক্ষেপের হুশিয়ারি পিসিবি সভাপতির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৪:০৩ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। ২০০৯ সালের চ্যাম্পিয়ন এবং গতবারের রানার-আপদের এমন হতাশাজনক পারফরম্যান্সে দেশটির ক্রিকেটপ্রেমীরা যে প্রচণ্ড ক্ষুদ্ধ, তা বলার অপেক্ষা রাখে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ ট্রলের শিকার হচ্ছে পুরো পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু এবার সে ট্রলকারীরা দৈনন্দিন জীবনেও খেলোয়াড়দের ওপর চড়াও হচ্ছেন।
পাকিস্তান টুর্নামেন্ট থেকে বাদ পড়ার যুক্তরাষ্ট্রে দলটির পেসার হারিস রউফের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন এক ‘সমর্থক’। হারিস রউফও ছেড়ে কথা বলেননি। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায়।
এ ঘটনার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খেলার পারফরম্যান্সের মাঠের সমর্থকের আচরণ নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান ক্রিকেটবোদ্ধা থেকে শুরু থেকে সাধারণ ক্রীড়াপ্রেমীরাও।
বাংলাদেশের সেমিতে খেলার সুযোগ দেখছেন অ্যামব্রোস
হারিস নিজে শুরুতে বিষয়টি নিয়ে উচ্চবাচ্য না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে মুখ খোলেন।
এবার হারিস রউফের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি। যুক্তরাষ্ট্রের হারিসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো সমর্থকের আচরণের প্রতি ধিক্কার জানিয়েছেন তিনি।
ভবিষ্যতে এমন উগ্র আচরণ সহ্য করা হবে না জানিয়ে সে সমর্থককে ক্ষমা চাইতে বলেছেন নাকভি। হারিসের কাছে দ্রুত ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের এই ক্রিকেট কর্তা।