সুপার এইটেও থাকছেন সৈকত, বাংলাদেশের ম্যাচে আম্পায়ার যারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৮:৪১ এএম
ছবি: সংগৃহীত
২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নেমে এসেছে ৮ দলে। যাদের দু'গ্রুপে ভাগ করে সুপার এইট মাঠে গড়াবে আজ থেকে। যেখানে হবে মোট ১২টি ম্যাচ। যেই ৮ দলের একটি বাংলাদেশও। আর সেই ম্যাচগুলো সামনে রেখেই এবার আম্পায়ারদের তালিকা চূড়ান্ত করেছে আইসিসি। যেখানে গ্রুপপর্বে ম্যাচ পরিচালনা করে প্রশংসা কুড়ানোদের দেওয়া হয়েছে সুপার এইটে ম্যাচ পরিচালনার সুযোগ। যার মধ্যে আছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
সৈকত অবশ্য এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মাঠে ছিলেন। এরপর বেশ কিছু ম্যাচেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন আইসিসির এলিট প্যানেলের এই সদস্য। এবার তার ওপর সুপার এইটের হাই-ভোল্টেজ ম্যাচ পরিচালনাতেও ভরসা রেখেছে আইসিসি। আগামী ২১ জুন হতে চলা ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে।
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার এ ম্যাচে ম্যাচ পরিচালক জেফ ক্রোর অধীনে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ক্রিস ব্রাউনের সঙ্গে জুটি গড়বেন তিনি। এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে রাখা হয়েছে জোয়েল উইলসনকে। এর বাইরে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস গ্যাফানি।
এর বাইরেও আরও দুটি ম্যাচে দায়িত্ব পালন করবেন সৈকত। আগামী ১৯ জুন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে এবং আগামী ২৩ জুন ওয়েস্ট-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৪র্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত।
একইদিন বাংলাদেশের ম্যাচ আম্পায়ারদেরও তালিকায় জানিয়েছে আইসিসি। আগামী ২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ ও মাইকেল গোও।
এরপর পরদিনর ২২ জুন ভারতের বিপক্ষে ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গোও ও আদ্রিয়ান হোল্ডস্টক। সুপার এইটে বাংলাদেশের শেষ ম্যাচ ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে। যেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন ল্যাংটন রুসেরে ও নীতিন মেনন।