Logo
Logo
×

খেলা

ভারত-কানাডা ম্যাচও পরিত্যক্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১০:১৮ পিএম

ভারত-কানাডা ম্যাচও পরিত্যক্ত

টানা দ্বিতীয় দিন ফ্লোরিডার লডারহিলে খেলা মাঠে গড়াল না। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আজ ভারত-কানাডা ম্যাচও বৃষ্টির কারণে পণ্ড হয়েছে।

গতকাল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পণ্ড হওয়ায় কপাল পুড়েছিল পাকিস্তানের, ভাগ্য হেসেছিল যুক্তরাষ্ট্রের। এক ম্যাচ বাকি থাকতেই সুপার এইটের দৌড় থেকে ছিটকে যায় পাকিস্তান। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই সুপার এইটের দেখা পেয়ে যায় যুক্তরাষ্ট্র। 

আজকের ভারত-কানাডা ম্যাচ নিয়ে অবশ্য অত হিসাব-নিকাশ ছিল না। ভারত আগের তিন ম্যাচ জিতে গ্রুপ ‘এ’র প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে সুপার এইট। অন্যদিকে আগের তিন ম্যাচে ২ পয়েন্ট পাওয়া কানাডার বিদায়ও গতকালই নিশ্চিত হয়ে যায়। যুক্তরাষ্ট্র সুপার এইট নিশ্চিত করতেই পাকিস্তানের সঙ্গে বিদায়ঘণ্টা বেজে যায় কানাডারও।

আজ রাতে অবশ্য বিশ্বকাপের আরেকটি ম্যাচ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের নর্থ সাউন্ডে নামিবিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এই ম্যাচ।

তবে সেই ম্যাচ নিয়েই রয়েছে শঙ্কা। ইএসপিএনক্রিকইনফো সূত্রে জানা গেছে, অ্যান্টিগায় স্থানীয় সময় সকালে বৃষ্টি হয়েছে। ইংল্যান্ড চাইবে ম্যাচ শুরুর আগেই যেন বৃষ্টি থেমে যায়। কারণ বৃষ্টিতে যদি নামিবিয়ার বিপক্ষে ইংলিশদের ম্যাচ ভেসে যায়, তাহলে স্কটল্যান্ড পৌঁছে যাবে সুপার এইটে। তিন ম্যাচে স্কটিশদের পয়েন্ট এখন ৫, ইংলিশদের পয়েন্ট ৩। বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে ইংল্যান্ডের পয়েন্ট হবে ৪। আজ নামিবিয়াকে হারাতে পারলেই কেবল সুপার এইটের দৌড়ে টিকে থাকবেন জশ বাটলাররা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম