Logo
Logo
×

খেলা

মালয়েশিয়ায় রিতুর পদক জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৭:২৮ পিএম

মালয়েশিয়ায় রিতুর পদক জয়

রিতু আক্তার। ছবি: সংগৃহীত

প্রথমবার মালয়েশিয়ার আমন্ত্রণমূলক কাহ্যা মাতা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই পদক জয় করেছে বাংলাদেশ। হাই জাম্প ইভেন্টে বাংলাদেশকে রৌপ্যপদক এনে দিয়েছেন রিতু আক্তার।

বাংলাদেশের নারী হাইজাম্পের রেকর্ড করা রিতু অল্পের জন্য নিজের সেরাটা দিতে পারেননি। জাতীয় প্রতিযোগিতায় ১.৭৬ মিটার জাম্পের রেকর্ড রয়েছে তার। তবে মালয়েশিয়ার কাহ্যা মাতা অ্যাথলেটিকসে ১.৭৫ মিটার উচ্চতায় লাফিয়েছেন তিনি। 

মালয়েশিয়ায় প্রতিযোগিতার প্রথম দিনে পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে ১০ দেশের ১৫ অ্যাথলেটের সঙ্গে লড়াই করে এই রৌপ্যপদক জয় করেছেন রিতু। পদক জয়ের প্রতিক্রিয়ায় রিতু বলেন, ‘আশা করি উন্নত প্রশিক্ষণ পেলে আমি ভালো করব।’

অন্যদিকে ২০০ মিটার ইভেন্টের তৃতীয় হিটে অংশ নিয়ে ২২.২৬ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের দৌড়বিদ মো. জহির রায়হান।

উল্লেখ্য, মালয়েশিয়ার এই আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশ ৭ অ্যাথলেট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম