Logo
Logo
×

খেলা

আমিরের প্রশংসা, হরভজনের পুরনো ভিডিও সামনে আনল নেটিজেনরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৩:০৬ পিএম

আমিরের প্রশংসা, হরভজনের পুরনো ভিডিও সামনে আনল নেটিজেনরা

ছবি: সংগৃহীত

কানাডার বিপক্ষে পাকিস্তানকে ম্যাচ জিতিয়েছেন মোহাম্মদ আমির। ১৩ রান খরচায় ২ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের জয়ের নায়ক তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচেও দলকে লড়াইয়ে রেখেছিলেন আমির। যদিও শেষ পর্যন্ত সুপার ওভারে হারতে হয়েছিল তার কারণেই।

এরপরও অবসর ভেঙে ক্রিকেটে ফিরে এমন পারফর্ম করায় আমিরকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। আর সেখানেই বেধেছে বিপত্তি। আমিরকে নিয়ে হরভজনের পুরনো একটি ভিডিও সামনে টেনে এনেছে নেটিজেনরা। সেটা নিয়েই এখন হচ্ছে হাস্যরস।

কানাডার বিপক্ষে অমন পারফরম্যান্সের পর আমিরকে নিয়ে হরভজন বলেন, ‘আপনি পাকিস্তানের একজন চ্যাম্পিয়ন বোলার ছিলেন। এটা বিশ্বাস করা হয় যখনই আপনার হাতে বল থাকবে, আপনি তিন থেকে চার উইকেট নিয়ে দলকে জেতাতে সাহায্য করবেন।’

হরভজনের এমন প্রশংসাসূচক মন্তব্যের পর নেটিজেনরা টেনে এনেছেন ২০২১ সালে হরভজনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি টুইট। যেখানে ২০১০ সালে এশিয়া কাপের ম্যাচে আমিরকে ছক্কা হাঁকিয়ে নাটকীয়ভাবে ভারতকে জেতান হরভজন। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘ফিক্সারকে ছক্কা মেরে পার্কের বাইরে পাঠিয়ে দিলাম।’ সেই ভিডিও নিয়েই এখন হচ্ছে হাস্যরস।

এদিকে, কানাডার বিপক্ষে সবশেষ ম্যাচে জয় পেলেও অবশ্য পাকিস্তানের বিপদ কাটেনি। তাদের ভাগ্য ঝুলে আছে অনেকটা যুক্তরাষ্ট্রের ওপর। আজ নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। যেখানে জয় পেলেই সুপার এইটে চলে যাবে যুক্তরাষ্ট্র। কোনো কারণে ম্যাচটি পরিত্যক্ত হলেও কপাল পুড়বে পাকিস্তানের। তবে ম্যাচটি যদি যুক্তরাষ্ট্র হেরে বসে, কেবল সেক্ষেত্রেই সুযোগ পাবে পাকিস্তান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম