Logo
Logo
×

খেলা

ওমানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটের দৌড়ে স্বস্তিতে ইংল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৩:১৫ এএম

ওমানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটের দৌড়ে স্বস্তিতে ইংল্যান্ড

ওমানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটের দৌড়ে স্বস্তিতে ইংল্যান্ড

টি ২০ বিশ্বকাপে সুপার এইটে উঠার পথ প্রশস্ত করে ফেলল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে না যায়, কিংবা অস্ট্রেলিয়া যদি স্কটল্যান্ডের কাছে না হারে তাহলে সুবিধা হবে ইংল্যান্ডের। যদিও ইংল্যান্ডকে তাদের শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতে হবে। 

অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল ইংল্যান্ড। ওমান ১৩.২ ওভারে ৪৭ রানে গুটিয়ে যায়। শোয়েব খান ২৩ বলে সর্বাধিক ১১ রান করেন। আর কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ৬ ওভারে ২৫ রানে চতুর্থ ও ৬.১ ওভারে ২৫ রানেই পঞ্চম উইকেট খুইয়েছিল ওমান। ১০.৫ ওভারে ৩৬ রানে পড়ে অষ্টম উইকেট। তখনও মনে হচ্ছিল ওমান বুঝি টি ২০ বিশ্বকাপে সর্বনিম্ন স্কোরের লজ্জার রেকর্ড নিজেদের দখলে নেবে। যদিও এদিন টি ২০ বিশ্বকাপে তৃতীয় সর্বনিম্ন স্কোর খাড়া করল ওমান। 

চলতি টি ২০ বিশ্বকাপে প্রভিডেন্সে উগান্ডা ১২ ওভারে ৩৯ করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিরুদ্ধে নেদারল্যান্ডস করেছিল সেই ৩৯, ১০.৩ ওভারে। ২০২১ সালের টি ২০ বিশ্বকাপে শারজায় শ্রীলংকার বিরুদ্ধে নেদারল্যান্ডস অল আউট হয়েছিল ১০ ওভারে ৪০ রানে। আজ ওমান করল ৪৭। 

আদিল রশিদ ৪ ওভারে ১১ রান দিয়ে নেন চার উইকেট। জোফ্রা আর্চার ১টি মেডেন-সহ ৩.২ ওভারে ১২ ও মার্ক উড ৩ ওভারে ১২ রান খরচ করে নেন তিনটি করে উইকেট। উড টি ২০ আন্তর্জাতিকে ৫০ উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন। 

স্কটল্যান্ডকে নেট রান রেটে টেক্কা দিতে ইংল্যান্ডকে ৪৮ রান তুলতে হতো ৫.২ ওভারে। বিলাল খানের প্রথম ওভারের প্রথম দুটি বলে ছক্কা হাঁকিয়ে তৃতীয় বলে প্লেড অন হয়ে ফেরেন ফিল সল্ট (৩ বলে ১২)। বড় শট খেলতে গিয়ে ৭ বলে ৫ রান করে আউট হন উইল জ্যাকস। ইংল্যান্ড জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ৩.১ ওভারেই। ১০১ বল বাকি থাকতে ইংল্যান্ড ছিনিয়ে নিল ৮ উইকেটে জয়। 

অধিনায়ক জস বাটলার চারটি চার ও ১টি ছয়ের সাহায্য়ে ৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। দুটি চার মেরে জনি বেয়ারস্টো ২ বলে ৮ রানে অপরাজিত থাকেন। বিলাল খান ২ ওভারে ৩৬ ও কলিমুল্লাহ ১ ওভারে ১০ রান দিয়ে ১ উইকেট নেন। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ বি থেকে সুপার এইটে চলে গিয়েছে অস্ট্রেলিয়া। স্কটল্যান্ডের ৩ ম্যাচে ৫ পয়েন্ট, ইংল্যান্ডের তিন। স্কটল্যান্ডের নেট রান রেট ২.১৬৪, ইংল্যান্ডের ৩.০৮১। 

ফলে শেষ ম্যাচে স্কটল্যান্ড হারলেই এবং ইংল্যান্ড জিতলে বাটলাররা যাবেন শেষ আটে। অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে অবশ্য স্কটিশরা পৌঁছে যাবে সুপার এইটে। কেন না সেক্ষেত্রে ইংল্যান্ড যদি নামিবিয়াকে হারায় তবুও পাঁচ পয়েন্টের বেশি যেতে পারবে না। স্কটল্যান্ডের পয়েন্ট হবে ৬। ফলে ইংল্যান্ডের সামনে দুটি শর্ত। অস্ট্রেলিয়ার কাছে হারতে হবে স্কটল্যান্ডকে। ইংল্যান্ডের ম্যাচও যেন ভেস্তে না যায়, বাটলারদের জিততেই হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম