Logo
Logo
×

খেলা

বাবর-রিজওয়ানদের বেতন কত? 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৪:৩৩ পিএম

বাবর-রিজওয়ানদের বেতন কত? 

ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না বাবরদের। নিজেদের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের সঙ্গে হারের পর ভারতের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। ভারতের মামুলি সংগ্রহ উৎরে জয় পায়নি বাবর-রিজওয়ানরা। এ নিয়ে ক্ষুব্ধ দেশটির ক্রিকেটভক্তরা। এমন পারফরম্যান্সে বাবর আজমের নেতৃত্ব নিয়েও উদ্বেগ কাজ করছে। 

এরকম অবস্থায় বড় সুখবর পেলেন পাকিস্তানি ক্রিকেটাররা। ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে বেতন বাড়ছে প্রায় তিনগুণ। যেখানে সর্বোচ্চ বেতন পাবেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।

এবার ক্রিকেটারদের বেতন বাড়ছে প্রায় ২০২ শতাংশ। মূল বেতনের পাশাপাশি প্রতি ম্যাচের জন্য আলাদা ম্যাচ ফি রয়েছে, যা তাদের মাসিক আয় আরও বাড়বে। 

দেশটির সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, অনেক আগেই ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও কার বেতন কত শতাংশ বাড়ছে তা জানা গেছে। 

প্রতিবেদন অনুসারে ‘এ’ ক্যাটাগরিতে আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদির মতো তারকারা। ‘বি’ ক্যাটাগরিতে আছেন শাদাব খান, ফখর জামান, হারিস রউফ ও নাসিম শাহ এর মতো ক্রিকেটাররা। ‘সি’ ক্যাটারগরিতে থাকা ইমাদ ওয়াসিম পাবেন ১৫ লাখ রুপি। আর ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ইফতিখার আহমেদ, হাসান আলী ও সাইফ আইয়ুব পাবেন সাড়ে সাত লাখ রুপি।

নতুন চুক্তি অনুযায়ী ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসিক বেতন হিসেবে পাবেন প্রায় ৪৫ লাখ রুপি। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ৩০ লাখ রুপি। ‘সি’ ও ’ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ১৫ লাখ ও সাড়ে ৭ লাখ রুপি।

এর আগে পাকিস্তানের সাবেক স্পিন কোচ মুশতাক আহমেদ বেতন বাড়ানোর দাবি জানিয়ে বলেছেন, পারিশ্রমিক বাড়ালে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে। প্রত্যাশা পূরণ হওয়ায় তারা আরও ভালো পারফরম্যান্স করবে। এখন দেখার বিষয় এমন সুখবরের পর বিশ্বকাপের বাকি পথটা রাঙাতে পারেন কিনা বাবরের সতীর্থরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম