Logo
Logo
×

খেলা

অলিম্পিকে জুটি বেঁধে খেলবেন নাদাল-আলকারাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৩:৫৭ পিএম

অলিম্পিকে জুটি বেঁধে খেলবেন নাদাল-আলকারাজ

রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ। একজন টেনিসের সর্বকালের অন্যতম সেরা, অন্যজন সময়ের অন্যতম সম্ভাবনাময় উঠতি তারকা। প্যারিস অলিম্পিকে স্পেনের পতাকাতলে একইসঙ্গে খেলবেন তারা। অলিম্পিকের টেনিস ইভেন্টে পুরুষ দ্বৈত বিভাগে জুটি বেঁধে খেলার কথা তাদের।

নাদাল-আলকারাজের জুটি হিসেবে অলিম্পিকে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন স্পেনের জাতীয় টেনিস দলের কোচ ডেভিড ফেরার, ‘একটা জুটি, যেটা আমার মনে হয় সবাই জানে এবং (তাদের) একসঙ্গে দেখবে বলে আশাও করছে, তারা হচ্ছেন রাফায়েল নাদাল এবং কার্লোস আলকারাজ। প্যারিসে রাফা এবং কার্লোস একসঙ্গে খেলবে।’

প্যারিস অলিম্পিকে টেনিস ইভেন্ট অনুষ্ঠিত হবে রোঁলা গারোয়। ফ্রান্সের এই টেনিস কোর্টে অনেক সুখস্মৃতি রয়েছে নাদাল এবং আলকারাজের। লাল মাটির এই কোর্টে রেকর্ড ১৪ বার গ্র্যান্ডস্লাম শিরোপা উঁচিয়ে ধরেছেন নাদাল।

আর কদিন আগেই স্প্যানিশ টেনিসে নাদালের উত্তরসূরি আলাকারাজ প্রথমবারের মতো জিতেছেন ফ্রেঞ্চ ওপেন।

নাদাল আগেও অলিম্পিকে অংশ নিয়েছেন, ২০০৮ সালে স্বর্ণপদকও জয় করেছিলেন তিনি। তবে আলকারাজ এবারই প্রথম ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ নিজের জহর দেখাবেন।

দীর্ঘদিন ধরে নাদালের সঙ্গে লুকোচুরি খেলছে চোট। তাই অলিম্পিকে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল। তবে ফ্রেঞ্চ ওপেনকে সামনে রেখে গত এপ্রিলে টেনিস কোর্টে ফেরেন নাদাল। চলতি টেনিস মৌসুম শেষেই র‌্যাকেট তুলে রাখার ঘোষণা দিতে পারেন এই টেনিস কিংবদন্তি। তাই তার শেষ টুর্নামেন্টগুলোর একটি হতে যাচ্ছে প্যারিস অলিম্পিক।

আগামী ২৬ জুলাই পর্দা উঠবে অলিম্পিকের। এর একদিন পর শুরু হবে টেনিস ইভেন্টের খেলা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম