Logo
Logo
×

খেলা

বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করার কারণ জানালেন ক্লাসেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ১০:১৬ পিএম

বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করার কারণ জানালেন ক্লাসেন

বাংলাদেশের বিপক্ষে ৪৪ বলে ৪২ রান করেন হেনরিখ ক্লাসেন। ছবি সংগৃহীত

গতকাল সোমবার বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। এমন সিদ্ধান্তে অবাক হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কারণ টস জিতলে বাংলাদেশ আগে বোলিংই বেছে নিতো। ম্যাচ শেষে টস জিতে ব্যাটিং নেওয়ার কারণ খোলাসা করেছেন দলটির উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তার মতে, বাংলাদেশ দলের উঁচু মানের বোলিং লাইনআপের বিপক্ষে শেষে ব্যাটিং করতে চায়নি তার দল। 

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে এই ভেন্যুতে খেলেছে ভারত-পাকিস্তান।  টস জিতে ভারতকে আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। নাটকীয় পরিস্থিতি তৈরি না হলে এই ম্যাচে পাকিস্তানই জিততো।  নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়াম বোলারদের জন্য স্বর্গই বলা যায়। এমন পিচে শুরুতেই ব্যাটিং করতে চাইবে না কোনো দল।  কিন্তু বাংলাদেশ ম্যাচে উল্টো পথে হেঁটেছে দক্ষিণ আফ্রিকা।  মাত্র ৪ রানের ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে যদিও শেষ হাসি হেসেছে প্রোটিয়ারাই।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্লাসেন বলেন, ‘(টসে জিতে আগে ব্যাটিং কারণ) তৃতীয় ম্যাচ এই উইকেটে। আসলে তারা (বাংলাদেশ) দুর্দান্ত হয়ে যায় যখন উইকেট স্লো থাকে। যে কারণে আমরা চাইনি ১২০ রান তাড়া করতে। উইকেট অন্য ম্যাচের চেয়ে ভালো ছিল, তবে চাপের মধ্যে বাংলাদেশের বিপক্ষে (খেলাটা কঠিন), তাদের দলে বিশ্বের অন্যতম সেরা কাটার, স্পিনার রয়েছে তারা উঁচু মানের।  এজন্য আমরা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি।’  

নতুন বলে দক্ষিণ আফ্রিকার দুশ্চিন্তা কুইন্টিন ডি কককে নিয়ে।  শ্রীলংকা ম্যাচে করেছেন ২৭ বলে ২০ রান। নেদারল্যান্ডসের বিপক্ষে করেছেন ১০ বলে মাত্র ৩ রান।  আর বাংলাদেশের বিপক্ষে ভালো শুরু পেয়েও ইনিংস টেনে নিতে পারেননি এই ওপেনার।  তানজিম সাকিবের বলে বোল্ড হওয়ার আগে খেলেছেন ১১ বলে ১৮ রানের ইনিংস।  তবে এই পরিস্থিতিতে ক্লাসেনের সমর্থন পাচ্ছেন ডি কক।  

ডি ককের ব্যাটিং নিয়ে ক্লাসেন বলেন, ‘আসলে আপনি পাওয়ারপ্লেতে অনেকভাবেই খেলতে পারেন।  হয়ত মেরে খেলতে পারেন অথবা ধরে খেলতে পারেন উইকেট রেখে পরে।  আজকে কুইন্টন (ডি কক) চেয়েছে মেরে খেলতে। সে আগের ম্যাচেও এই প্ল্যানে খেলেছে। কারণ পরে কাজটা কঠিন হয়ে যায়। ফলে তুলে মারলে ফাঁকা জায়গা পাওয়া যায়। দুর্ভাগ্যজনকভাবে বলটা লো হয়ে গিয়েছিল, নয়ত উপরে তিনতলায় চলে যেত হয়ত। সে দারুণ মারছিল।  সে আমাদের ভালো শুরু এনে দেয়।  আমরা পরে উইকেট হারিয়ে চাপে পড়ে যাই। অন্যান্য ম্যাচের মতো করেই।’
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম