Logo
Logo
×

খেলা

তানজিমের বোলিংয়ে মুগ্ধ ভারতীয় ভাষ্যকার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৯:৩৩ পিএম

তানজিমের বোলিংয়ে মুগ্ধ ভারতীয় ভাষ্যকার

তানজিম সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমে যেন প্রাণের সঞ্চার হয়েছে বাংলাদেশ দলের মাঝে। ধুঁকতে থাকা একটি দল এখন প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করছে। দারুণ পারফরম্যান্সে মুগ্ধ করছে ক্রিকেট বিশ্বকে।   
 
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ ক্রিকেট দল।

দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ের পরও ৪ রানে হেরে যায় বাংলাদেশ। ম্যাচ হারলেও সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছেন টাইগাররা।

সোমবার নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে তানজিম হাসান সাকিবের গতির মুখে পড়ে দিশেহারা হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। 

ইনিংসের প্রথম ওভারেই ওপেনার রেজা হেনড্রিক্সকে গোল্ডেন ডাকে ফেরান তানজিম। এরপর ভয়ংকর হয়ে উঠতে থাকা কুইন্টন ডি কককেও ফেরান তিনি। নিয়েছেন ত্রিস্টান স্টাবসের উইকেটও।

দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই প্রোটিয়াদের কাঁপিয়ে দেন তানজিম। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব।

নতুন বলে তানজিমের এমন অসাধারণ বোলিং দেখে মুগ্ধ ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। 

টুইটারে তিনি লিখেছেন- ‘একটি সঠিক নতুন বলের বোলিং আক্রমণ যা পার্থক্য গড়ে দিতে পারে, বাংলাদেশ তা উপভোগ করছে। তানজিম হাসানের জীবনীশক্তি ভালো লাগছে। এখান থেকে ম্যাচটা জেতা উচিত।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম