Logo
Logo
×

খেলা

প্যাভিলিয়নে ছিলেন মালালা, হতাশ করলেন বাবর-আফ্রিদিরা 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০২:৫৮ পিএম

প্যাভিলিয়নে ছিলেন মালালা, হতাশ করলেন বাবর-আফ্রিদিরা 

রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপেএ নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল ভারত ও পাকিস্তান। এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা দেখার অপেক্ষায় প্রহর গুনছিল ক্রিকেট বিশ্ব। সেই ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিলেন পাকিস্তানের নোবেল জয়ী অধিকার কর্মী মালালা ইউসুফজাই। ম্যাচে তিনি একা ছিলেন না। 

তার সঙ্গে নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা মিলেছিল তার স্বামীরও। ম্যাচ শুরুর আগে স্টেডিয়াম থেকে নিজেদের ছবি শেয়ার করে আসের মালিক তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমি স্বপ্ন দেখার সাহস করেছি।’ খেলার মাঠে তাদের ছবিটি এক্সে প্রকাশ্যে আসতেই, তা দেখে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। 

একজন লেখেন, ‘মালালা ইউসুফজাই তাঁর স্বামীর সঙ্গে পাকিস্তানকে সমর্থন করতে এসেছেন, দেখেও ভালো লাগল।’  অন্য আরেকজন লেখেন, 'পাকিস্তানের সাংবাদিক ফরিদ খান মালালা ইউসুফজাই ও স্বামী আসের মালিকের ছবিটি শেয়ার করে নিয়েছেন।'

প্রসঙ্গত, ২৬ বছর বয়সি আসের মালিকের সঙ্গে ২০২১ সালের নভেম্বর মাসে মালালা ইউসুফজাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

তবে নোবেলজয়ী মালালাকে এদিন হতাশ করেছেন বাবর আজম-শাহিন আফ্রিদিরা। তাদের বাজে পারফরমেন্সে ভারতের বিপক্ষে সহজ ম্যাচ হেরে গেছে পাকিস্তান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম