আম্পায়ারের ভুলে হার, এবার বাংলাদেশের পাশে দাঁড়ালেন ওয়াকার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৪, ০১:০৫ পিএম
বিশ্বকাপ টি টোয়েন্টিতে নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইও করেছে বাংলাদেশ। তাই হার নিয়ে আক্ষেপ থাকার কথা না টাইগার সমর্থকদের।
তবে বাজে আম্পায়ারিং নিয়ে আক্ষেপ ক্রীড়াপ্রেমীদের। তাওহীদ হৃদয়ের আউটসহ ক্রুসিয়াল মোমেন্টে বিতর্কিত ডেড বল আইনে কপাল পুড়েছে বাংলাদেশের। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ওয়াকার ইউনুস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওয়াকারের ভাষ্য, ‘আম্পায়ারের এলবিডব্লিউ সিদ্ধান্তে বিতর্কিত ডেড বলের আইনটি বদলানো উচিত। প্রোটিয়াদের বিপক্ষে লো স্কোরিং থ্রিলারে বাংলাদেশের ক্ষতি করে দিয়েছে এটাই।’
দ. আফ্রিকার কাছে হারের পর যে আবেগঘন বার্তা দিলেন মাহমুদউল্লাহ
ইনিংসের ১৭তম ওভারে দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার ওটেনিল বার্টম্যানের একটি ডেলিভারি ফ্লিক করতে গেলে প্যাডে লেগে যায় মাহমুদউল্লাহর। আবেদন হলে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউতে দেখা যায়, বল লেগ-স্ট্যাম্প মিস করেছে। ফলে বেঁচে যান মাহমুদউল্লাহ।
এদিকে তার প্যাডে লেগে বল বাউন্ডারি পার হয়ে গিয়েছিল। লেগবাই ৪ রান পেতো বাংলাদেশ। কিন্তু আম্পায়ার শুরুতে আউট দেওয়ায় বল ডেড হয়ে বাতিল হয়ে যায় সেই ৪ রান।
উল্লেখ্য, সোমবার (১০ জুন) আগে ব্যাট করে বাংলাদেশকে ১১৪ রানের সহজ লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান তুলতে পারে টাইগাররা। এতে ৪ রানের হার নিয়ে বাংলাদেশকে মাঠ ছাড়তে হয়।