Logo
Logo
×

খেলা

বাংলাদেশ ম্যাচের আগে সুখবর পেল নেপাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৭:৫৯ পিএম

বাংলাদেশ ম্যাচের আগে সুখবর পেল নেপাল

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর চলছে। আগামী ১৭ জুন ঈদুল আজহার দিন ভোর সাড়ে ৫টায় মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। সেই ম্যাচের আগে সুখবর পেল নেপাল ক্রিকেট দল।

বিশ্বকাপের আগেই ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন নেপাল ক্রিকেট দলের সবচেয়ে বড় সুপারস্টার সন্দীপ লামিচানে। তাকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে নেপাল। কিন্তু যুক্তরাষ্ট্র লামচিনকে ভিসা দেয়নি। ভিসা নিতে নেপাল সড়কারও ব্যর্থ হয়।

ভিসা না পাওয়ায় যুক্তরাষ্ট্রে হওয়া গ্রুপপর্বে নেপালের প্রথম ম্যাচ মিস করেন লামিচান। তবে যুক্তরাষ্ট্রের ভিসা না পেলেও ওয়েস্ট ইন্ডিজের ভিসা পেয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। খেলবেন গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে। এমনটি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ডের সেক্রেটারি পারস খাডকা।

লামিচানেকে ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর খবর নিশ্চিত করে সিএএন লিখেছে, ‘যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যাত হওয়ার পরও লামিচানে নেপালের দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অংশগ্রহণ করবেন, যা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হচ্ছে। চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের উদ্দ্যেশে রওনা হবেন।’

২৩ বছর বয়সী এই লেগ স্পিনার টুইটারে পোস্টে স্বপ্নপূরণের কথা জানিয়েছেন এভাবে, ‘শেষ দুই ম্যাচের জন্য দলের সঙ্গে আমি ওয়েস্ট ইন্ডিজে যোগ দিচ্ছি। আমার এবং সব ক্রিকেটপ্রেমীর স্বপ্নপূরণের অপেক্ষায়।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম