Logo
Logo
×

খেলা

বাবর-আফ্রিদির দ্বন্দ্ব নিয়ে যা বললেন ওয়াসিম আকরাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৬:৩৭ পিএম

বাবর-আফ্রিদির দ্বন্দ্ব নিয়ে যা বললেন ওয়াসিম আকরাম

পাকিস্তান ক্রিকেট দলে দ্বন্দ্বের শেষ নেই। খেলোয়াড়ে খেলোয়াড়ে দ্বন্দ্ব। সেই বিবেদ উঠে এসেছে  বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরেও। এর খেসারত দিতে হচ্ছে পুরো দলকে। রোববার ভারতের বিপক্ষে জেতা ম্যাচ হেরেছে বাবররা।

এ নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ওয়াসিম আকরাম। তিনি বাবর আজম ও শাহিন আফ্রিদির মধ্যে নেতৃত্ব কেন্দ্র করে যে মানসিক লড়াইয়ের গুঞ্জন শোনা যায়, সেটির দিকে ইঙ্গিত করেছেন। 

আকরামের কথায়- ‘খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে কথা বলে না। এটা আন্তর্জাতিক ক্রিকেট, আর আপনি দেশের হয়ে খেলছেন। এ ধরনের খেলোয়াড়দের দেশে বসিয়ে রাখুন।’

খেলোয়াড়দের সমস্যা তুলে ধরার পাশাপাশি পাকিস্তান ক্রিকেটের একটি প্রবণতাও তুলে ধরেছেন আকরাম। ব্যর্থতার জন্য খেলোয়াড়েরা কমই ভোগেন বলে দাবি তার- ‘পাকিস্তানি খেলোয়াড়েরা মনে করে, তারা ভালো না করলে কোচ বরখাস্ত হবে। তাদের কিছু হবে না। সময় এসেছে কোচকে রেখে পুরো দলই বদলে ফেলার।’

সম্প্রচারমাধ্যমে আকরামের এসব মন্তব্যের দিনে প্রায় একই সুরে কথা বলেছেন পিসিবির প্রধানও। দ্য নেশনের খবরে বলা হয়, নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে দলের মধ্যে ‘পাইকারি’ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন নাকভি- ‘মনে হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের জন্য মাইনর সার্জারিই (ছোটখাটো অস্ত্রোপচার) যথেষ্ট। কিন্তু এ ধরনের বাজে পারফরম্যান্সের পর এটা পরিষ্কার যে, দলে মেজর সার্জারি দরকার।’

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা রয়েছে। সেই টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে দলের বাইরে থাকা প্রতিভাবানদের সুযোগ দেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন পিসিবির চেয়ারম্যান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম