ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে তৈরি হবে নতুন সমীকরণ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৪, ১০:২৬ পিএম
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচে অনাহুত অতিথি হিসেবে হাজির হয়েছে বৃষ্টি।
পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর আগেই হাজির হয় বৃষ্টি। যার ফলে টস হতে বিলম্ব হয় প্রায় আধা ঘণ্টা। ম্যাচ শুরুর সময়ও তাতে পিছিয়ে গিয়েছিল।
ভারত ইনিংসের প্রথম ওভারের পর আবার হাজির হয় বৃষ্টি। এ যাত্রায় প্রায় ৩৫ মিনিট বন্ধ থাকে খেলা।
ক্রিকেটপ্রেমীদের মনে তাই প্রশ্ন জাগা স্বাভাবিক, ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে দুই দলের সুপার এইট মিশনে কতটুকু প্রভাব পড়বে? ম্যাচ ভেসে গেলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করবে তথা এক পয়েন্ট করে পাবে।
সেক্ষেত্রে দুই ম্যাচে ভারতের পয়েন্ট হবে ৩। কিন্তু পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে দুই ম্যাচে সাকুল্যে ১। এর ফলে পাকিস্তানের জন্য সুপার এইটের সমীকরণ আরও কঠিন হয়ে যাবে। তখন কানাডা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে জিততেই হবে।
তাতেও অবশ্য কাজ হবে না, যদি যুক্তরাষ্ট্র নিজেদের শেষ দুই ম্যাচে জিতে যায়। তাই নিজেদের জয়ের সঙ্গে বিশ্বকাপের সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্রের হারের জন্য প্রার্থনা করতে হবে তাদের।