টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি নবম আসরের হাইভোল্টেজ ম্যাচ আজ। রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি অতীতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ ম্যাচে অংশ নিয়েছে। অতীতের সেই সাক্ষাতে ৮ ম্যাচে জয় পেয়েছে ভারত। আর ৩ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান।
আসরের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে ব্যাকফুটে পাকিস্তান। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে ফুরফুরে মেজাজে আছে ভারত।
এই দুই দলের সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে ভারত জয় পেয়েছে তিনটিতে আর পাকিস্তান জয় পেয়েছে ২ ম্যাচে।
ভারত-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। তিনি ১০ ম্যাচে অংশ নিয়ে ৮১.৩৩ গড়ে করেছেন ৪৮২ রান। ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ১১ ম্যাচে ১১৪ রান করেন।
পাকিস্তানের হয়ে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি রান করেছেন মোহাম্মদ রিজওয়ান। তিনি ৪ ম্যাচে অংশ নিয়ে ৬৫.৬৬ গড়ে করেছেন ১৯৭ রান।
পাকিস্তানের বিপক্ষে ভারতের সবচেয়ে সফল বোলার ভুবনেশ্বর কুমার। তিনি ৭ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন। অন্যদিকে পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল বোলার উমর গুল। সাবেক এই তারকা পেসার ৬ ম্যাচে ১১ উইকেট শিকার করেন।