Logo
Logo
×

খেলা

ভারতকে হারানোর ছক কষে ফেলেছেন পাকিস্তান কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৮:১৩ এএম

ভারতকে হারানোর ছক কষে ফেলেছেন পাকিস্তান কোচ

ছবি: সংগৃহীত

ক্রিকেট বিশ্বের অন্যতম এক দ্বৈরথ ভারত-পাকিস্তান ম্যাচ। যেই ম্যাচ দেখতে মুখিয়ে থাকে গোটা ক্রিকেট বিশ্বের সমর্থকরা। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত সাড়ে ৮ টায়। যেখানে এখন তাকিয়ে ক্রিকেট সমর্থকরা। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের চেয়ে শক্তিমত্তায় ভারত এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগের ম্যাচে হেরে যাওয়ায় সুপার এইট নিশ্চিত করতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। তাই ভারত বধের ছকটা কষে ফেলেছেন পাকিস্তান কোচ গ্যারি কারস্টেন।

২০১১ ওয়ানডে বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন কারস্টেন। সেই সময়ে সেমিফাইনালে দেখা হয়েছিল ভারত-পাকিস্তানের। যেখানে পাকিস্তানকে হারিয়েছিল কারস্টেনের ভারত। তাছাড়া আইপিএলে নিয়মিত কাজ করেন কারস্টেন। তাই ভারতের ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখেছেন তিনি। যা ভারতের বিপক্ষে ছক কষতে সাহায্য করছে তাকে।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কারস্টেন বলেন, ‘আমার মনে হয় এই খেলোয়াড়রা একে অপরকে যথেষ্ট দেখেছে এবং তারা কীভাবে খেলে তা জানা আছে। শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য হবে যেন আমরা খেলাটি সঠিকভাবে শেষ করে আসতে পারি। এই কন্ডিশনে কী প্রয়োজন তা দেখতে হবে। কাজেই আমি মনে করি আগামীকাল এটি একটি বড় দিন হতে চলেছে।’

ম্যাচের আগের দিনের পরিকল্পনা নিয়ে জানাতে গিয়ে কারস্টেন বলেন, ‘আমি আজ খুব সকালে রাইড করতে গিয়েছিলাম। স্টেডিয়ামের চারপাশে একটু ঘোরাঘুরি করেছি। অনুভব করেছি সেখানে একটি ভাল পরিবেশ তৈরি হবে। ম্যাচটি উত্তেজনাপূর্ণ হতে চলেছে। কেননা, এখানে এমন অনেক লোক রয়েছে যারা দুটি দলকে সমর্থন করতে এসেছেন।’

ভারতকে হারানোটাই যে এখন পাকিস্তানের একমাত্র লক্ষ্য সেটাও জানিয়েছেন কারস্টেন। বলেন, ‘এটা অস্বীকার করার কিছু নেই এটা বড় ম্যাচ। তবে ক্রিকেটকে ক্রিকেটের মতোই দেখা উচিত। প্রতিটি খেলাই আপনাকে সেরাটা দিতে হবে। সঠিক এলাকায় বল মারতে হবে, যথেষ্ট রান করতে হবে, ক্যাচ নিতে হবে। আমরা অবশ্যই আগামীকাল সেটাই করার চেষ্টা করব, যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলি, তাহলে আমাদের ম্যাচ জেতার ভালো সুযোগ রয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম