Logo
Logo
×

খেলা

ভারতের সঙ্গে হারলে পাকিস্তান কি সুপার এইটে যেতে পারবে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৯:৫১ পিএম

ভারতের সঙ্গে হারলে পাকিস্তান কি সুপার এইটে যেতে পারবে

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর চলছে। আসরে নিজেদের প্রথম ম্যাচেই হেরে ব্যাকফুটে পাকিস্তান। ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে কঠিন চাপে পড়েছে। 

আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউ ইয়র্কে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তান যদি হেরে যায় তাহলে বাবর আজমদের সুপার এইটে ওঠা কঠিন হয়ে যাবে। 

এ গ্রুপে ইতোমধ্যে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। এক ম্যাচে জিতে দ্বিতীয় পজিশনে ভারত। দুই ম্যাচ খেলে এক জয়ে তিনে কানাডা। এক ম্যাচে হেরে চারে পাকিস্তান। আর দুই ম্যাচে হেরে সবার নিচে আয়ারল্যান্ড ক্রিকেট দল।

আগামীকাল পাকিস্তান যদি ভারতকে হারায় তাহলে দুই দলের পয়েন্ট সমান ২ করে হবে। বাকি দুই ম্যাচে দুই দল জিতলে ৬ পয়েন্ট করে হবে ভারত-পাকিস্তানের। সেই ক্ষেত্রে ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তিন দলের পয়েন্ট ছয় করে হলে রানরেট গুরুত্ব পাবে।

পাকিস্তান যদি ভারতের কাছে হেরে যায়, এবং বাকি দুই ম্যাচে কানাডা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তাহলে পাকিস্তানের পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাকি দুই ম্যাচ হারতেই হবে। এছাড়া কোনও উপায় নেই। তবে রানরেটের কথা বাবর আজমদের মাথায় রাখতে হবে। আর পাকিস্তান-ভারত ম্যাচ ভেস্তে গেলে ১ পয়েন্ট পাবেন বাবর আজমরা। সেক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে বাকি দুই ম্যাচে হারতে হবে এবং পাকিস্তানকে বাকি দুই ম্যাচে জিততে হবে।

পাকিস্তান যদি নিজেদের পরের তিন ম্যাচে জয় পায় তাহলে তাদের পয়েন্ট ৬ হবে। আর ভারত যদি বাকি একটি ম্যাচে জয় পায় তাহলে তাদের পয়েন্ট হবে চার। সেক্ষেত্রে পাকিস্তান চলে যাবে সুপার এইটে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম