Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ অভিষেকেই ম্যাচসেরা রিশাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১২:২৪ পিএম

বিশ্বকাপ অভিষেকেই ম্যাচসেরা রিশাদ

আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেন লেগস্পিনার রিশাদ হোসেন। তবে বিশ্বকাপে আজই রিশাদের প্রথম ম্যাচ। এমন দিনেই প্রথমবার পেলেন ম্যাচসেরার পুরস্কার।

শ্রীলংকার বিপক্ষে জয়ের পর ম্যাচ শেষে রমিজ রাজার কাছ থেকে ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় ঠোঁটের কোণে তৃপ্তির হাসি লেগে ছিল রিশাদ হোসেনের। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই যে সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।

ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে রিশাদ বলেন, ‘আমি সেরাটা দেওয়া চেষ্টা করেছি এবং নিজের শক্তির জায়গায় অটল থাকতে চেয়েছি।’

তিনি বলেন, ‘পিচ বোলিং করার জন্য খুব ভালো ছিল। আমি দলে অবদান রাখতে চেয়েছিলাম।’ 

১৫তম ওভারে হ্যাটট্রিক সম্ভাবনা জাগিয়েছিলেন রিশাদ। সেটি না হলেও তার ওই জোড়া আঘাতই মূলত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। রিশাদ বলেন, ‘ওই সময় (হ্যাটট্রিক সম্ভাবনার বলে)আমি চেষ্টা করেছিলাম ভালো বল করতে। সবকিছু স্বাভাবিকই ছিল।’

নতুন বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

আজ ৪ ওভার হাত ঘুরিয়ে ২২ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তরুণ এ লেগস্পিনার। তবে দ্বিতীয় স্পেলে তার বোলিং প্রভাব রাখে ম্যাচে বাংলাদেশকে ফিরিয়ে আনতে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম