আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হয়েছে। এরই মধ্যে দলগুলো একে অপরের মোকাবিলা করছে। ভারতও তাদের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছে। আর সেই ম্যাচে মাঠে নেমেই বিশ্বরেকর্ড গড়লেন জাসপ্রিত বুমরাহ। টপকে গেলেন ভারতেরই ভুবনেশ্বর কুমারকে। বুমরাহ অবশ্য বেশি খুশি দলের জয়ে অবদান রাখতে পেরে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্র জানায়, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি মেডেন করার বিশ্বরেকর্ড গড়লেন বুমরাহ। এর আগে ভারতেরই বোলার ভুবনেশ্বর কুমারের দখলে ছিল এ রেকর্ড। সেটিই তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে ভাঙলেন। এখন পর্যন্ত ১১ মেডেন ওভার করেছেন বুমরাহ। আর ভুবনেশ্বরের রয়েছে ১০টি মেডেন ওভার। এই রেকর্ড শুধু টেস্ট খেলা দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে।
গত বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর পিচে সাফল্য পাওয়ার রহস্যও জানান বুমরাহ। তিন ওভার বল করে ৬ রানে ২ উইকেট নেন তিনি। ম্যাচের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন বুমরাহ। প্রথম ম্যাচের সাফল্যে তিনি বলেন, ‘বল সুইং করছিল। পিচে ভালো বাউন্স ও গতি ছিল। এমন পরিবেশ পেলে কোনো বোলারের অভিযোগ করার কিছু থাকে না। এমন পরিস্থিতিতে তো সক্রিয় হতেই হয়। যদিও আগে থেকে অবশ্য এগুলো অনুমান করা যায় না।’
তিনি আরও বলেন, ‘একজন বোলারকে পিচের চরিত্র বুঝতে হয়। কীভাবে পিচের সুবিধা কাজে লাগাবে, তা ঠিক করতে হয়। সেই মতো বল করা উচিত। বলের সেলাই বসে গেলে তখন একটু সমস্যা হয়। তবে পেশাদার ক্রিকেটার হিসাবে সব রকম পরিস্থিতিতে বল করার জন্য তৈরি থাকা দরকার। এভাবে বিশ্বকাপ শুরু করতে পেরে আমি খুশি।’’