Logo
Logo
×

খেলা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৭:৪৭ পিএম

পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্রে বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। তবে ম্যাচটি মাঠে গড়ানোর আগে আলোচনার কেন্দ্রে ডালাসের আবহাওয়া। ম্যাচের সময় বৃষ্টি বাগড়া দেবে কিনা তা জানতে আবহাওয়ার পূর্বাভাসে চোখ বোলাচ্ছেন ক্রিকেট অনুরাগীরা।

চলতি বিশ্বকাপে এরই মধ্যে একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচে দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। ডালাসে পাকিস্তানের অনুশীলনেও বাগড়া দিয়েছিল বৃষ্টি।

তবে ওয়েদার.কম সুখবর দিচ্ছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের। ম্যাচের সময় ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেয়। বরং রৌদ্রোজ্জ্বল আকাশের দেখা মিলবে বলে জানিয়েছে তারা। ম্যাচের সময় সেখানকার তাপমাত্রা থাকতে পারে আনুমানিক ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরও আবহাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। ম্যাচের সময় আবহাওয়া যেমন থাকবে, সে অনুযায়ী ম্যাচের পরিকল্পনা সাজানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৯টায় উজ্জীবিত যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে প্রতিবেশি কানাডাকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বের দেখা পাওয়া যুক্তরাষ্ট্র।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম