ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন এক রকম হুঙ্কার দিয়েছিল ওমান। জানিয়েছিল, অস্ট্রেলিয়া কতবার বিশ্বকাপ জিতেছে, তাদের সাফল্য কি এবং দলে তারকা ক্রিকেটার কারা; এসব মাঠে নামলে ভুলে যাবে তারা। সহজাত ক্রিকেট খেলে জয় পাওয়াটাই হবে তাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ১৬৪ রানে আটকে দিয়েছে ওমান।
শেষদিকে নেমে মার্কাস স্টয়নিস ৩৬ বলে ৬৭ রানের ইনিংস না খেলে দিলে অজিদের ইনিংসটার যে দেড়শর ঘরও ছুঁয়া হতো না। আইসিসির সহযোগীদের বিপক্ষে সেটি না হলেও খানিকটা বোধহয় লজ্জাতেই পড়তে হতো অজিদের। তবে শেষ পর্যন্ত সেটি হতে অজিদের বাঁচিয়েছেন স্টয়ানিস।
৬ ছক্কা ও ২ চারে ১৮৬ স্ট্রাইক রেটে ঝড় তুলে দলকে এনে দিয়েছেন মাঝারি মানের একটা পুঁজি। যদিও শক্তিশালী অজি বোলিং লাইনআপের বিপক্ষে ওমানের কাছে সেই পুঁজটা পাহাড়সমই ঠেকার কথা। অজিদের হয়ে এদিন ৫১ বলে ৫৬ রান আসে ওপেনার ডেভিড ওয়ার্নারের কাছ থেকে। আর তাতে অজিদের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ১৬৪। ওমানের বোলারদের মধ্যে ২টি উইকেট তুলেছেন মেহরান খান।
অজিদের ১৬৪ রানে আটকে দিয়ে এরইমধ্যে ব্যাটিংয়ে নেমেছে ওমান। যদিও তাদের সেই অর্থে সুবিধা করতে দিচ্ছে না অজি পেস পেসাররা। এরইমধ্যে মিচেল স্টার্ক ওপেনার প্রাতিক অথাভালেকে ফিরেয়ে দলকে কাঙ্খিত ব্রেক থ্রু এনে দিয়েছেন। দলীয় ৬ রানেই প্রথম উইকেট হারিয়েছে ওমান।
প্রতিবেদন লেখা পর্যন্ত ওমানের সংগ্রহ ৪.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২২ রান।