বিশ্ব আসরে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানালেন মাহমুদউল্লাহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৯:৫৬ এএম
বিশ্ব আসরে বাংলাদেশ এখনো কোনো শিরোপা অর্জন করতে পারেনি। বিশ্ব আসরে বাংলাদেশ কেন শিরোপা জিততে পারে না, সে বিষয়ে কথা বলেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এ সময় বিশ্ব আসরে শিরোপা জিততে না পারার কারণও ব্যাখ্যা করেন তিনি।
আজ বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এবিষয়ে কথা বলেন।
বিশ্বকাপে বাংলাদেশের ২৫ বছরের পথচলা। সেই ১৯৯৯ থেকে ওয়ানডে এবং ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। কিন্তু ক্রিকেটের বৈশ্বিক আসরে বাংলাদেশের সাফল্য একেবারেই নগণ্যই।
সতীর্থদের নিয়ে যে আবেগঘন বার্তা দিলেন পেসার শরিফুল
মাহমুউল্লাহ বলেন, ‘সুযোগ সবসময় থাকে, কখনো আমাদের চেষ্টার কমতি থাকে না। এবার ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে দেখাব। আমার মনে হয়, একটু ভাগ্যেরও সাহায্য লাগে। আমরা কয়েকটা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম। তবে দুর্ভাগ্য আমরা সে সুযোগ কাজে লাগাতে পারিনি। এবার আমাদের জন্য একটি সুযোগ রয়েছে বিশ্বকাপে। আমাদের সমর্থন করুন, বিশ্বকাপে যা সম্ভব সবই করব আমরা।’
মাহমুদউল্লাহ আরও বলেন, ‘গত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সঙ্গে ছিলাম না। একটু খারাপ লেগেছিল। মনে হয়েছিল আমিও দলে থাকতে পারতাম। কিন্তু কোনো কারণে হয়নি। যাক সে নিয়ে আমার কোনো আফসোসও নেই। সবসময় যেটা বলি— নিজের পারফরম্যান্স দিয়ে দলের অবদান রাখতে চাই। সবসময় নিজের সর্বোচ্চটাই দিতে চাই।