টি-টোয়েন্টি বিশ্বকাপে পিচ অনুযায়ী দল সাজাতে বললেন গাভাস্কার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৮:২১ পিএম
আগামীকাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপের জন্য যে দলটি বেছে নিয়েছে ভারত, তাতে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল খুব ভালো হয়েছে বলে মনে করছেন সুনীল গাভাস্কার। ২০০৭ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ ভারতের রয়েছে বলে মনে করেন এই কিংবদন্তি ক্রিকেটার।
সুনীল গাভাস্কার বলেন, ‘ভারতীয় দলে তারুণ্য এবং অভিজ্ঞতার ভারসাম্য রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং জাসপ্রিত বুমরার সঙ্গে যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত, শিবম দুবে রয়েছে।’
ওয়েষ্ট ইন্ডিজের উইকেট নিয়ে গাভাস্কার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের পিচের কথা মাথায় রেখে দলে ভারসাম্য রাখতে হবে। একাদশে তিনজন স্পিনার এবং দুজন পেসার রাখা উচিত। হার্দিক পান্ডিয়া রয়েছে। আমার মনে হয় তাহলেই ভারসাম্য তৈরি হবে।’
গাভাস্কার আরও বলেন, ‘দলে একাধিক ব্যাটার রয়েছে যারা তিন ধরনের ক্রিকেটই খেলতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। ভারতের ব্যাটিং লাইনআপটা এমনই।’