টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে মাঝে আর মাত্র একদিন বাকি। বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়। ইংল্যান্ডের মাঠে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ খেলায় সিরিজ বাঁচাতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।
বৃহস্পতিবার ইংল্যান্ডের দ্য ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ২০ ওভারও খেলতে পারেনি পাকিস্তানের ১১জন ব্যাটসম্যান।
ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯.৫ ওভারে মাত্র ১৫৭ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে বড় স্কোর গড়তে পারেননি কেউই। উসমান খান ২১ বলে সর্বোচ্চ ৩৮ করেন।
অধিনায়ক বাবর আজম ২২ বলে করেন ৩৬ রান। ১৬ বলে ২৩ রান করেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ১৮ বলে ২১ আর ১৮ বলে ১৬ রান করে ফেরেন ইফতেখার আহমেদ ও নাসিম শাহ। শূন্য রানে ফেরেন ৪ ব্যাটসম্যান।
চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ও তৃতীয় খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ১৬০ রানে অলআউট হয় পাকিস্তান। ২৩ রানে হেরে সিরিজে পিছিয়ে যায় বাবর আজমরা।