রোববার শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচগুলো হচ্ছে। বিশ্বকাপের ঠিক আগে ইংল্যান্ডের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেলায় ব্যস্ত পাকিস্তান ক্রিকেট দল।
চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ও তৃতীয় খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ১৬০ রানে অলআউট হয় পাকিস্তান। ২৩ রানে হেরে সিরিজে পিছিয়ে যায় বাবর আজমরা।
আজ হচ্ছে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। এই ম্যাচে পাকিস্তান জিতলে সিরিজে ভাগ বসাতে পারবে। এর ব্যতিক্রম হলে ২-০ ব্যবধানে সিরিজ হারবে বাবর আজমরা।
ইংল্যান্ডের দ্য ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। সিরিজ বাঁচাতে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান ক্রিকেট দল।
পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, আজম খান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ ও নাসিম শাহ।