Logo
Logo
×

খেলা

বাটলারের তাণ্ডবে ইংল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৯:১০ পিএম

বাটলারের তাণ্ডবে ইংল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর

জস বাটলারের ব্যাটিং তাণ্ডবে ইংল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান করেছে স্বাগতিক ইংল্যান্ড।

বার্মিংহাম অনুষ্ঠিত ম্যাচে দলের হয়ে ৫১ বলে ৮টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৮৪ রান করেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এছাড়া ২৩ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৭ রান করেন উইল জ্যাকস। ১৮ বলে ২১ রান করেন জনি বেয়ারস্টো।

পাকিস্তানের হয়ে ৪ ওভারে ৩৬ রানে ৩ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে মাত্র ১৯ রানে ২ উইকেট নেন ইমাদ ওয়াসিম। ৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট নেন হারিস রউফ। ৪ ওভারে ৩৪ রান খরচ করে কোনো উইকেট শিকার করতে পারেননি মোহাম্মদ আমির।

বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, শাদাব খান, আজম খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ আমির।

ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক, ফিল সল্ট, উইল জ্যাক, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ ও রিস টপলি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম