টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৪, ০৭:৫৮ পিএম
শরফুদ্দৌলা ইবনে শহিদ। ছবি-সংগৃহীত
বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসাবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন শরফুদ্দৌলা ইবনে শহিদ। আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন তিনি।
বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের তালিকা আগেই প্রকাশ করেছিল আইসিসি। বুধবার জানানো হয়েছে কে কোন ম্যাচ পরিচালনা করবেন।
বাংলাদেশ সময় আগামী ২ জুন সকালে ডালাসের গ্র্যান্ড পেইরি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে সহআয়োজন যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসাবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া ৪৭ বছর বয়সি শরফুদ্দৌলা ও আইসিসির তিনবারের বর্ষসেরা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থকে দেওয়া হয়েছে উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্ব।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালেও মাঠের আম্পায়ার ছিলেন ৬০ বছর বয়সি ইলিংওয়ার্থ। অন্যদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি ম্যাচ পরিচালনা করেছেন শরফুদ্দৌলা।
এছাড়া মেয়েদের দুটি ওয়ানডে ও একটি টি ২০ বিশ্বকাপেও আম্পায়ারিং করেছেন তিনি। ২ জুনের উদ্বোধনী ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ক্যারিবীয় কিংবদন্তি রিচি রিচার্ডসন। আর টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে স্যাম নোগাইস্কি ও ল্যাংটন রুসেরে।