Logo
Logo
×

খেলা

মোস্তাফিজদের কোচকে বিশ্বকাপে নিয়োগ দিল আফগানিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৮:২১ পিএম

মোস্তাফিজদের কোচকে বিশ্বকাপে নিয়োগ দিল আফগানিস্তান

পুরোদমে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতিতে নেমেছে প্রতিযোগী দেশগুলো। নিজেদের শক্তিমত্তা আরও বাড়াতে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে কোচিং স্টাফেও ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক

অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। আসন্ন বিশ্বকাপের জন্য তাকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান।

আইপিএলের প্লে–অফ শুরুর আগেই বিদায় নেওয়া চেন্নাইয়ের তরুণ বোলিং বিভাগকে দারুণভাবে সামলেছিলেন ব্রাভো। এ ছাড়া মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানাদের নিয়েও শক্তিশালী বোলিং আক্রমণ গড়ে তুলেছিলেন।

যদিও তাদের শেষদিকে না পাওয়ায় দলটিকে মাশুল দিতে হয়েছে আইপিএল থেকে বিদায় নিয়ে। ক্যারিবীয় অলরাউন্ডার নিজেও খেলোয়াড়ী জীবনে প্রতিপক্ষকে বেশ ভুগিয়েছেন। ব্রাভোর সেই অভিজ্ঞতা আরও ভয়ঙ্কর হতে পারে ঘরের মাঠ ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ হতে যাওয়ায়।

বিশ্বকাপের আগে দশ দিনের প্রাক-প্রস্তুতি ক্যাম্পের জন্য ইতোমধ্যে ক্যারিবীয় দ্বীপে পা রেখেছে রশিদ খান নেতৃত্বাধীন আফগান দল। আর সেখানেই দলের সঙ্গে বোলিং পরামর্শক ব্রাভো যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ব্রাভো ক্যারিবীয়দের দুইবারের বিশ্বকাপ দলের সদস্য ছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, তিনি বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছেন আরও কয়েক বছর। এমনকি ফরম্যাটটিতে সর্বোচ্চ উইকেটশিকারীও ৪০ বছর বয়সি সাবেক এই তারকা। সবমিলিয়ে ৫৭৩ টি-টোয়েন্টিতে তিনি ৬২৫ উইকেট শিকার করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম