Logo
Logo
×

খেলা

‘পাকিস্তানি সমর্থকদের আমার ভালো লাগে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৭:৪৭ পিএম

‘পাকিস্তানি সমর্থকদের আমার ভালো লাগে’

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিনই বাকি রয়েছে। ভারতীয় সময় অনুসারে ১ জুন থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে যাবে।

প্রত্যেকটা দলই আপাতত চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চালাচ্ছে। পাকিস্তান ছাড়া বাকি প্রত্যেকটা দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে।

ভারতীয় ক্রিকেট দলও নিজেদের প্রস্তুতি শুর করে দিয়েছেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে যে ভুলগুলো টিম ইন্ডিয়া করেছিল, সেগুলো এবার আর তারা রিপিট করতে চাইবে না।

এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তান সমর্থকদের নিয়ে একটা বড়সড় মন্তব্য করলেন। রোহিত শর্মা বললেন, পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের তিনি যথেষ্ট পছন্দ করেন।

পাকিস্তান ক্রিকেট সমর্থকদের নিয়ে কী বললেন রোহিত?
স¤প্রতি দুবাই আই নামের একটি চ্যানেলে রোহিত শর্মা এই মন্তব্য করেছে। সেখানে তিনি বলেছেন, পাকিস্তান ক্রিকেট সমর্থকদের আমি যথেষ্ট পছন্দ করি। পাকিস্তানের সমর্থকরা ক্রিকেট যথেষ্ট ভালোবাসেন। পাশপাশি ভারতীয় ক্রিকেটারদেরও ওরা যথেষ্ট পছন্দ করেন। আমরা যখন ব্রিটেনে খেলতে যাই, তখন পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা আমাদের কাছে আসেন। বলেন যে ভারতীয় ক্রিকেটারদের তারা কতটা ভালোবাসেন। পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের থেকে আমরা যথেষ্ট ভালোবাসা পেয়ে থাকি।

রোহিত শর্মার এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচের কথা যখনই উঠুক না কেন, গোটা ক্রিকেট দুনিয়ার নজর সেই ম্যাচের উপরেই থাকে। এই দুটো দলের মধ্যে আয়োজিত ম্যাচকে হাইভোল্টেজ তকমা দেওয়া হয়। দুটো দেশের সমর্থকরাও ভালোবাসা উজাড় করে দেন।

৯ জুন হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ৯ জুন ভারত বনাম পাকিস্তান ম্যাচের আয়োজন করা হবে। এই ম্যাচটি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজন করা হবে। এই ম্যাচকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যেই উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে।

পাকিস্তান আরও একবার নতুন অধিনায়ক নিয়ে মাঠে নামবে। ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর বাবর আজম পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। এই নেতৃত্ব শাহিন শাহ আফ্রিদির হাতে তুলে দেওয়া হয়েছিল।

কিন্তু, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের তার হাতেই ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। এরপর দ্বিতীয় ম্যাচ ৯ জুন তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম