Logo
Logo
×

খেলা

নতুন রেকর্ড গড়ার পথে কোহলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৯:৫৪ পিএম

নতুন রেকর্ড গড়ার পথে কোহলি

আরও একটি রেকর্ড গড়ার পথে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। আর মাত্র ৭৬ রান করলেই আইপিএলে প্রথম খেলোয়াড় হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি।

আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২৯ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৭ রান করে ফিরেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলি। 

কোহলিরা যদি আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় পায় তাহলে তাদের প্লে-অফের আশা টিকে থাকতে পারে। শুধু জয় পেলেই হবে না রান রেটেও এগিয়ে থাকতে হবে। 

আজ কোহলিরা আগে ব্যাটিং করে ২০০ রান করলে জিততে হবে ১৮ রানের ব্যবধানে। 

এবারের আইপিএলে ১৪ ইনিংসে ৭০৮ রান করেছেন কোহলি। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তিনি শীর্ষে। আইপিএল ক্যারিয়ারে শুধু বেঙ্গালুরুর হয়ে খেলে যাওয়া এই ব্যাটসম্যান ২৮৩ ইনিংসে করেছেন ৭৯৭১ রান।  

নতুন রেকর্ড গড়া পথ কোহলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম