যাদের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা দেখছেন কিংবদন্তি ক্যারিবিয়ান তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৪, ০১:৫৯ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ২ জুন থেকে। পাকিস্তান ছাড়া অংশগ্রহণকারী ১৯টি দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এদিকে জমজমাট এ আসর মাঠে গড়ানোর আগেই বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন বাছাই করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা কিংবদন্তি ক্রিকেটার কার্টলি অ্যামব্রোস।
শুক্রবার (১৭ মে) আইসিসির এই হল অব ফেমার ও বিশ্বকাপের এবারের আসরের শুভেচ্ছাদূত যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে বিশ্বকাপের নবম আসরের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে নিজের উত্তরসূরিদের উজ্জ্বল সম্ভাবনার কথা বলেন।
অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বই পার হতে পারেনি। যদিও ক্যারিবিয়রা টি-টোয়েন্টি ফরম্যাটের দুইবারের চ্যাম্পিয়ন। ক্যারিবিয়ান কিংবদন্তি পেসারের বিশ্বাস, ব্যর্থতার বলয় ভেঙে এবার নিজেদের মেলে ধরবেন তার উত্তরসূরিরা। একমাত্র দল হিসেবে গড়বে তিনটি শিরোপা জয়ের কীর্তি।
অ্যামব্রোস বলেন, আমাদের খুবই ভালো একটা দল আছে। যখন আমরা এখানে কথা বলছি, তারা (ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা) অ্যান্টিগায় ক্যাম্পে রয়েছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছে।
ক্যারিবিয়ান কিংবদন্তি আরও বলেন, আমার বিশ্বাস, ছেলেরা ধারাবাহিক ও স্মার্ট ক্রিকেট খেলা শুরু করলে আমরা ট্রফি জিততে পারব। এটা (বিশ্বকাপ জেতা) সহজ হবে না। তবে আমরা দুই দেশের মধ্যে একটি, যারা দুইবার শিরোপাটি জিতেছি। তাই আমরা এটাকে তিন বানানোর চেষ্টা করব। আর ঘরের মাঠে কোনো দল এই শিরোপা জিততে পারেনি। তাই ছেলেদের ভালো করার জন্য এসব অনুপ্রেরণা জোগাবে এবং আশা করি, তারা পারবে।
অবশ্য এরপরই ক্যারিবিয়ান এ ক্রিকেট গ্রেট বলেন, যদিও কাজটা সহজ হবে না। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি দলেরই অন্য যেকোনো দলকে হারানোর সমান সুযোগ থাকে। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের ধরন। রোমাঞ্চকর এক টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমি ওয়েস্ট ইন্ডিজকেই সমর্থন করব।