Logo
Logo
×

খেলা

টানা ৩০ ম্যাচে অপরাজিত, আরও যে রেকর্ড গড়ল রিয়াল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৪, ১১:০২ পিএম

টানা ৩০ ম্যাচে অপরাজিত, আরও যে রেকর্ড গড়ল রিয়াল

মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেও পরবর্তী গন্তব্য নিয়ে কিছু বলেননি কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদও এ প্রসঙ্গে নীরব। তবে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমে রিয়ালের জার্সিতেই দেখা যাবে বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ডকে।

রিয়াল সমর্থকরা অবশ্য দলের বর্তমান তারকাদের পারফরম্যান্সেই আনন্দে আটখানা। লিগ শিরোপা নিশ্চিত করার পর লা লিগায় চলছে চ্যাম্পিয়নদের গোল উৎসব। গ্রানাদাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর মঙ্গলবার বার্নাব্যুতে আলাভেসকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে রিয়াল।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতিটা দুর্দান্ত হচ্ছে দলের বড় দুই তারকার। আলাভেসের বিপক্ষে জোড়া গোল করেছেন ব্রাজিলীয় উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। আর এক গোল করার পাশাপাশি তিনটি গোল বানিয়ে দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। বাকি দুই গোল ভালভার্দে ও আর্দা গুলেরের।

তবে গোল করার নয়, রিয়াল এদিন গড়েছে গোল না খাওয়ার রেকর্ড। নিজেদের ইতিহাসে লা লিগায় এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচে ক্লিনশিটের রেকর্ড। এবার লিগে এখন পর্যন্ত ৩৬ ম্যাচের ২০টিতেই কোনো গোল হজম করেনি রিয়াল।

৩৬ ম্যাচের মাত্র একটিতে হারা দলটি লিগে অপরাজিত টানা ৩০ ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগ জেতার আগেই তাই রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলে দিলেন, ‘কোচ হিসাবে এটাই আমার সেরা মৌসুম।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম