পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আরও একটি রেকর্ড গড়েছেন। আজ আয়ারল্যান্ডের ডাবলিনে ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন বাবর আজম।
এই ম্যাচে টস করতে নেমেই রেকর্ড গড়লেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করার এই কীর্তি গড়েছেন।
এতদিন এই রেকর্ডটি দখলে ছিল সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের দখলে।
শুক্রবার নিজের ১১৫তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমেছেন বাবর। এর মধ্যে পাকিস্তানকে তিনি ৭৭ ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড।
দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ ম্যাচ অধিনায়কত্ব করেছেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এছাড়া ভারতীয় সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে ৭২, ইয়ন মরগান ইংল্যান্ডের হয়ে ৭২ এবং কেইন উইলিয়ামসন নিউজিল্যান্ডকে ৭১টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করার পাশাপাশি আরও একটি রেকর্ডে শীর্ষে আছেন বাবর। অধিনায়ক হিসেবে তিনি সর্বোচ্চ ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন। তার পরের অবস্থান ব্রায়ান মাসাবার। উগান্ডাকে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ ম্যাচ জিতিয়েছেন, তবে জয়ের শতাংশে মাসাবাই সবচেয়ে সফল।