Logo
Logo
×

খেলা

তানজিদের ফিফটি, বাংলাদেশের উড়ন্ত সূচনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪, ০৬:৪৫ পিএম

তানজিদের ফিফটি, বাংলাদেশের উড়ন্ত সূচনা

তানজিদ হাসান তামিমের আরও একটি ফিফটি। টি-টোয়েন্টিতে চতুর্থ ম্যাচে এটা তার দ্বিতীয় ফিফটি। ৩৩ বলে ৭টি চার আর এক ছক্কায় অর্ধশত রান পূর্ণ করেন তানজিদ। 

সিরিজের প্রথম ম্যাচে অভিষেকে ৪৭ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে অপরাজিত ৬৭ রান করেন তানজিদ।  টি-টোয়েন্টিতে সেটাই তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।

এরপর দুই ম্যাচে ১৮ ও ২১ রানে আউট হন। আজ চতুর্থ ম্যাচে আরও একটি ফিফটি হাঁকালেন তরুণ এই ওপেনার। 

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে।  

সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন তানজিদ হাসান তামিম। ইনিংসের শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার তানজিদ। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে দেখে শুনে খেলেন সৌম্য সরকার।  

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম