নতুন র্যাংকিংয়ে শীর্ষে ব্রাজিল, বাংলাদেশের অবস্থান...
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৪, ০২:৩৬ পিএম
ফুটবলের সবচেয়ে ছোট সংস্করণ ফুটলাসকে এবার নতুন মাত্রা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ফুটসালের নতুন র্যাংকিং চালু করেছে ফিফা।
নতুন এই র্যাংকিংয়ে পুরুষ ও নারী দুই বিভাগেই শীর্ষে আছে ব্রাজিল।
১৯৯২ সালের ডিসেম্বরে প্রথমবার ফুটবলের র্যাংকিং প্রবর্তন করে ফিফা। মেয়েদের র্যাংকিং চালু হয় ২০০৩ সালে। এবার এল ফুটসালের র্যাংকিং। সেই র্যাংকিংয়ে ছেলে এবং মেয়েদের বিভাগে শীর্ষে ব্রাজিল।
ব্রাজিলের পরেই আছে পর্তুগাল। তিন নম্বরে স্পেন। চারে ইরান। পাঁচ নম্বরে আর্জেন্টিনা। ফুটসালের প্রথম ফিফা র্যাংকিংয়ে আছে ১৩৯টি দল। ভারত আছে ১৩৫ নম্বরে।
মেয়েদের বিভাগে অবশ্য আছে বাংলাদেশের নাম। আর সেটিও আছে শীর্ষ পঞ্চাশের মধ্যেই। বাংলাদেশের মেয়েদের ফুটসাল দল প্রথম র্যাংকিংয়ে জায়গা পেয়েছে ৪৪ নম্বরে। মেয়েদের র্যাংকিংয়ে মোট দল ৬৯টি। এই ৬৯ দলের মধ্যে শীর্ষে ব্রাজিল।