Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ দলে লিটনের থাকা নিয়ে প্রশ্ন, যা বললেন সুজন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০১:৩৭ পিএম

বিশ্বকাপ দলে লিটনের থাকা নিয়ে প্রশ্ন, যা বললেন সুজন

গত বছরের ক্রিকেট বিশ্বকাপের আগে থেকেই অফ ফর্মে রয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। বাজে পারফরম্যান্সের কারণে সবশেষ শ্রীলংকা সিরিজের মাঝপথে বাদ পড়েন তিনি। 

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজেও রান পাচ্ছেন না লিটন। যে কারণে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে লিটন দাসের থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। 

এ ব্যাপারে গতকাল সোমবার জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেছেন, সেখানে কি আমাদের সবার দায়িত্ব নেই? লিটন প্রথম ম্যাচে রান করেনি, কালও খুব বেশি রান করেছে বলব না। লিটন বিশ্বকাপ দলে থাকবে কিনা এমন অনেক প্রশ্ন দেখলাম মিডিয়াতে। এগুলো তো হওয়া উচিত না। 

জাতীয় দলের সাবেক এই ম্যানেজার আরও বলেন, লিটন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। ওর অফ ফর্ম থাকতেই পারে। ক্রিকেটে ফর্ম– অফ ফর্ম দুটিই আছে। হয়তো লিটন এখন একটু অফ ফর্মে আছে। বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য ও মাত্র একটি ইনিংস দূরে।

লিটন প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, চ্যালেঞ্জ থাকবেই। কিন্তু আমি মনেপ্রাণে বিশ্বাস করি— লিটন তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক। শুধু লিটনই না, সবাই সেরা ফর্মে থাকুক, ভালো খেলুক। টি-টোয়েন্টি খেলতে হলে এখন সাহস নিয়েই খেলতে হবে। রান হলো কি হলো না, ফর্ম আছে কি নেই— এসব ভেবে লাভ নেই। হাত খুলে না খেললে বড় ইনিংস খেলা মুশকিল।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম