Logo
Logo
×

খেলা

খেলতে না পারলে লিটন হয়ে যান ‘ঠন ঠন দাস’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০১:০৭ পিএম

খেলতে না পারলে লিটন হয়ে যান ‘ঠন ঠন দাস’

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই বাংলাদেশ দলের তারকা ওপেনার লিটন কুমার দাস। বাজে পারফরম্যান্সের কারণে সবশেষ শ্রীলংকা সিরিজের মাঝপথে বাদ পড়েন। 

জিম্বাবুয়ের মতো তুলনামূলক দলের বিপক্ষে ঘরের মাঠে চলতি সিরিজেও রান করতে হিমশিম খাচ্ছেন লিটন কুমার দাস। যে কারণে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা হচ্ছে। 

ক্রিকেটারদের নিয়ে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ভক্ত-সমর্থকদের নেতিবাচক মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

গতকাল সোমবার সংবাদমাধ্যমকে জাতীয় দলের সাবেক ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, দল নিয়ে বেশি নাড়াচাড়া, ঘাঁটাঘাঁটি, কথাবার্তা বলা ঠিক না। এ জন্য দেশে খেলা হলে ছেলেরা আরও বেশি চাপে থাকে। 

তিনি আরও বলেন, নিউজিল্যান্ড ক্রিকেট দল একটা ম্যাচ হারলে ওদের দেশের মানুষ তেমন প্রতিক্রিয়া দেখায় না। অথচ আমরা যদি হারি বা খারাপ খেলি, তখন বলা হয় লিটন পারছে না, লিটনের নাম ঠনঠন দাস হয়ে যায়। লিটন এখন অনেক অভিজ্ঞ। তাকে তার মতো খেলতে দেওয়া উচিত। ওর খেলা ওকেই চিন্তা করতে হবে।

তিনি আরও বলেন, লিটন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। ওর অফ ফর্ম থাকতেই পারে। ক্রিকেটে ফর্ম– অফ ফর্ম দুটিই আছে। হয়তো লিটন এখন একটু অফ ফর্মে আছে। বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য ও মাত্র একটি ইনিংস দূরে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম