Logo
Logo
×

খেলা

এক ইনিংসে ৮৬ ওয়াইড নিয়ে বিতর্ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৯:২০ এএম

এক ইনিংসে ৮৬ ওয়াইড নিয়ে বিতর্ক

এক ইনিংসে ৮৬ ওয়াইড নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভারতে আন্তঃবিশ্ববিদ্যালয়ের ওয়ানডে প্রতিযোগিতায় এমন ঘটনা ঘটেছে। 

কল্যাণী ও বর্ধমান বিশ্ববিদ্যালয় একে অপরের মুখোমুখি হয়। আগে ব্যাট করে ৬ উইকেটে ২৩৯ রান বর্ধমান। 

টার্গেট তাড়া করতে নামে কল্যাণী। তাদের ইনিংসে ১০১ রান খরচ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বোলাররা। ৮৬ রান আসে ওয়াইড থেকে। নো-বল ১১টি। চার রান বাই। সবমিলে ১০১ রান।

বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিযোগিতায় অতিরিক্ত থেকে ১০১ রান, অনেকেই সন্দেহ করছেন।

শুধু তাই নয়, ম্যাচ শেষ হতে দেরি হওয়ায় অতিরিক্ত ২৭ রান পেনাল্টি হয় বর্ধমানের। ফলে ২৪৪ রান করে পাঁচ উইকেটের জয় পায় কল্যাণী বিশ্ববিদ্যালয়।

কিন্তু কেন এমন হল? ক্রিকেট অব বেঙ্গলের (সিএবি) অনেকেই মনে করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে সেমিফাইনাল খেলতে না চাওয়ার জন্যই এই কাজ করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।

অভিযোগ উঠছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটাররা নাকি ম্যাচ ছেড়ে দিয়েছিলেন। তা না হলে বিশ্ববিদ্যালয়ের খেলায় ১০১ রান অতিরিক্ত হবে কেন?

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম