আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি,নামিবিয়ার গেরহান্ড এরাসমাস ও যুক্তরাষ্ট্রের মুহাম্মদ ওয়াসিম।
গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪ ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট নেন আফ্রিদি। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিউইদের ৯০ রানে আটকানোর পথে পাকিস্তানি পেসার নেন ১৩ রানে ৩ উইকেট। ম্যাচসেরাও হোন তিনি।
শাহিন আফ্রিদি সিরিজের শেষ ম্যাচে নেন ৪ উইকেট। সেই ম্যাচেও সেরার পুরস্কার জেতেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে সিরিজে সমতায় ফেরে পাকিস্তান। সিরিজসেরাও হন আফ্রিদি।
অন্যদিকে ওমান সফরে সিরিজসেরার পুরস্কার জিতেন নামিবিয়ার এরাসমাস। শাহিন আফ্রিদির মতো তিনিও পাঁচ ম্যাচের সিরিজে দুইবার ম্যাচসেরা হন। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ম্যাচে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েও এরাসমাসের নৈপুণ্যে ওমানের বিপক্ষে সিরিজ জেতে নামিবিয়া।
যুক্তরাষ্ট্রের হার্ড হিটার ব্যাটসম্যান ওয়াসিম গত মাসে ছিলেন দুর্দান্ত ফর্মে। এসিসি প্রিমিয়ার কাপে ৬ ম্যাচে করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬৯ রান। এই টুর্নামেন্টে পান নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।