গত মৌসুমে ম্যানসিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলেও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি আর্সেনাল। এবার সিটির তপ্ত শ্বাস ঘাড়ে নিয়েই শিরোপা-স্বপ্ন বাঁচিয়ে রেখে ছুটছে গানাররা।
শনিবার বোর্ন মাউথকে ৩-০ গোলে হারিয়ে অন্তত এ সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা নিশ্চিত করেছে মিকেল আর্তেতার দল। এই জয়ে ৩৬ ম্যাচে আর্সেনালের পয়েন্ট হলো ৮৩। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও দুই ম্যাচ কম খেলায় শিরোপা-ভাগ্য সিটির হাতে। ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল।
সিটি যদি তাদের শেষ চার ম্যাচের একটিতেও হোঁচট খায়, তখন নিজেদের বাকি দুই ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হবে আর্সেনাল। সেই আশায় নিজেদের কাজটা ঠিকঠাক করে যাচ্ছে তারা।
আজ ঘরের মাঠে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে গানাররা। প্রথমার্ধেই গোলের ১৬টি সুযোগ তৈরি করে তারা। কিন্তু বল যেন জালে না জড়ানোর পণ করেছিল! অবশেষে বিরতির আগে হার্ভাটজের আদায় করা পেনালটি থেকে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। ৭০ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার্ড ব্যবধান দ্বিগুণ করার পর যোগ করা সময়ে বোর্নমাউথের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডেকলান রাইস।