Logo
Logo
×

খেলা

তানজিদ তামিমের টি-টোয়েন্টি অভিষেক, ফিরলেন সাইফউদ্দিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৬:২৭ পিএম

তানজিদ তামিমের টি-টোয়েন্টি অভিষেক, ফিরলেন সাইফউদ্দিন

চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে ওপেনিং ব্যাটার তানজিদ হাসান তামিমের। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দেন।

২০২৩ সালের আগস্টে জাতীয় দলে অভিষিক্ত তানজিদ তামিম এরই মধ্যে দেশের হয়ে ১৫টি ওয়ানডে খেলে ফেলেছেন। অবশেষে খুললো টি-টোয়েন্টির দরজাও।

এদিকে চোট কাটিয়ে প্রায় ১৯ মাস পর বিশ্বকাপের আগে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস , তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লিভ মান্দান্দে, লুক জঙউই, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারবানি, রিচার্ড এনগারাভা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম