Logo
Logo
×

খেলা

ক্রিকেট থেকে রাজনীতির মাঠে ইংলিশ তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৪, ০৬:০১ পিএম

ক্রিকেট থেকে রাজনীতির মাঠে ইংলিশ তারকা

ক্রিকেট থেকে এবার রাজনীতির মাঠে নামছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মন্টি পানেসার। ভারতীয় বংশোদ্ভূত ইংল্যান্ডের সাবেক তাকরা দেশের জাতীয় নির্বাচনে অংশ নেবেন।

মন্টি পানেসার জর্জ গ্যালোওয়ের ওয়ার্কার্স পার্টির হয়ে ইলিং সাউথহল থেকে ইংল্যান্ডের জাতীয় নির্বাচনে অংশ নেবেন। 

ইংরেজ এই সাবেক স্পিনার বলেছেন, দেশের সকল মানুষদের হয়ে কথা বলার জন্য নির্বাচনে অংশ নেব। একদিন প্রধানমন্ত্রী হতে চাই। ব্রিটেনকে নিরাপদ এবং শক্তিশালী দেশ হিসাবে গড়ে তুলতে চাই। আপাতত ভাবছি ইলিং সাউথহলের মানুষদের নিয়ে।

ওয়ার্কার্স পার্টির প্রধান জর্জও স্বীকার করে নিয়েছেন পানেসারের নির্বাচনে অংশ নেওয়ার কথা। টনি লয়েডের মৃত্যুর পর তিনি রশডেল উপনির্বাচনে ব্রিটেনের সংসদের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে ফিরেছেন।

সেই জর্জ বলেছেন, দুপুরে ২০০ জনের নাম ঘোষণা করব। তার মধ্যে ক্রিকেটার মন্টি পানেসারও রয়েছে। মন্টির মতো বিখ্যাত স্পিনারকে সম্মান জানানোর জন্য এর থেকে ভালো কিছু হতে পারে না।

৪২ বছর বয়সী মন্টি পানেসার ২০০৯ সালে অ্যাশেজ জয়ী দলের সদস্য ছিলেন। ৫০টি টেস্টে অংশ নিয়ে শিকার করেন ১৬৭ উইকেট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম