Logo
Logo
×

খেলা

‘এই আলোচনা আমাদের প্রেরণা জোগাবে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১১:০০ পিএম

‘এই আলোচনা আমাদের প্রেরণা জোগাবে’

বাংলাদেশের চার নারী আম্পায়ার এবং একজন নারী ম্যাচ রেফারি হিসাবে সম্প্রতি আইসিসির প্যানেলে যুক্ত হয়েছেন। 

এদিকে ঘরোয়া ক্রিকেটে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা নারী আম্পায়ার সাথিরা জাকির জেসির অধীনে খেলতে চাননি বলে উড়ো খবর ছড়িয়ে পড়ে। তাদের নিয়ে যেসব নেতিবাচক কথা হয়েছে, সেসব কথা তাদের আরও এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে বলে নারী আম্পায়ারদের বিশ্বাস। সুপ্রিয়া রানী সুযোগ পেয়েছেন আইসিসি ম্যাচ রেফারির আন্তর্জাতিক প্যানেলে। 

যুগান্তরকে তিনি বলেন, ‘আলোচনা পক্ষে-বিপক্ষে যাই হোক না কেন, এটা আমাদের প্রেরণা জোগাবে। টলাতে পারবে না। আমাদের মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলবে।’ 

তিনি বলেন, ‘একটা সময় অনেকে আমাদের নারী বলে কথা শুনিয়ে দিত। এখন আর এসব নিয়ে কথা বলার সুযোগ নেই। আমাদের একটাই লক্ষ্য, সামনে এগিয়ে যেতে হবে।’

যাকে নিয়ে এত কথা সেই সাথিরা জাকির জেসি ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের সিরিজ কভার করতে রয়েছেন সিলেটে। আন্তর্জাতিক সিরিজের মধ্যে থাকায় আপাতত তার মিডিয়ার সঙ্গে কথা বলতে মানা। জানা গেল, বাইরের এসব আলোচনা গায়ে মাখেননি তিনি। 

আইসিসির প্যানেলে জায়গা পাওয়া আরেক নারী আম্পায়ার চম্পা চাকমা যুগান্তরকে বলেন, ‘জেসি আপার বিষয়টি আমি জানি না। আমাদের এই পর্যায়ে আসতে অনেক লড়াই করতে হয়েছে। আর নারী হওয়ায় কিছু সমস্যা সব সময়ই থাকবে। আমাদের এগিয়ে যেতে হবে।’ 

আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মেয়েরা মানসিকভাবে অনেক শক্তিশালী। তাদের সক্ষমতা আছে বলেই এত দ্রুত এই পর্যায়ে এসেছে। ছোটখাটো বিষয় তাদের দমিয়ে রাখতে পারবে বলে মনে হয় না। নারী-পুরুষ সবাই আমাদের কাছে সমান। জেসি মোটেও অনভিজ্ঞ নয়। সমালোচনা অনেক সময় শক্তিও জোগায়।’

আরও পড়ুন

>> আম্পায়ারিংয়ে নারী, খেলতে আপত্তি তারকাদের

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম