Logo
Logo
×

খেলা

৪২৮ কোটি লাভে ক্লাবের মালিকানা বিক্রি রোনালদোর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৯:২৩ পিএম

৪২৮ কোটি লাভে ক্লাবের মালিকানা বিক্রি রোনালদোর

ব্রাজিলের ক্রুজেইরো ও স্পেনের ভায়াদোলিদ দুটি ক্লাবের মালিকানা ছিল ব্রাজিল কিংবদন্তি রোনালদোর। গতকাল সোমবার ক্রুজেইরোর মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপজয়ী তারকা। 

১৯৯৩ সালে যে ক্লাবে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন, সেই ক্রুজেইরোকে ২০২১ সালে কেনেন রোনালদো। ঋণের দায়ে জর্জরিত ক্লাবটিকে প্রায় ৮৫৬ কোটি টাকায় কেনেন। তিন বছর পর প্রায় ১২৮৪ কোটি টাকায়  ক্লাবটিকে বিক্রি করার ঘোষণা দিলেন রোনালদো। এতে তার লাভ হয়েছে প্রায় ৪২৮ কোটি টাকা। লাভ হলেও সমালোচনায় ছেড়ে দিতে বাধ্য হন রোনালদো। 

সোমবার এক সংবাদ সম্মেলনে ক্লাব বিক্রির ঘোষণা দিতে গিয়ে সমর্থকদের প্রসঙ্গ টেনেছেন রোনালদো, ‘কেউ কেউ আমার বিরুদ্ধে বাড়িয়ে বাড়িয়ে এমন সব কথা বলেছে, যেগুলো আমার জন্য প্রাসঙ্গিক নয়। আমি জানি বেশির ভাগ সমর্থকই আমার ও আমার দলের কাছে কৃতজ্ঞ। আমরা তো ক্রুজেইরোকে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে ফিরিয়েছি। আমার লক্ষ্য পূরণ হয়েছে। ক্রুজেইরোকে ফিরিয়ে এনে সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাছে ফিরিয়ে দেওয়া-এমনটাই তো ভাবনা ছিল।’

রোনালদো একই সময়ে জানান ভায়াদোলিদও বিক্রি করে দেবেন তিনি। ২০১৮ সালে স্প্যানিশ ক্লাবটি ৫১ ভাগ শেয়ার কিনে নিয়েছিলেন রোনালদো। ৪৭ বছর বয়সি রোনালদো ভায়াদোলিদকে নিয়ে ওঠা প্রশ্নে সরাসরিই উত্তর দিয়েছেন, ‘আমি সংক্ষেপেই উত্তর দিচ্ছি, এরপরই ভায়াদোলিদ। আমি কিছু সময় বিশ্রাম নেব।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম