পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে দলের ঐক্যের বিষয়ে কথা বলেছেন। হারের পর দলের ঘুরে দাঁড়ানোর কথাও স্মরণ করেন তিনি।
বাবর এদিন সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের ইনজুরি নিয়েও কথা বলেন। তিনি বলেন, চোট খেলারই একটা অংশ। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য একটি ক্যাম্প করা দরকার। যারা ফিটনেসকে গরুত্ব দিই সবারই এটা দরকার।
পাকিস্তান দলে রিজওয়ান পারফরমেন্স নিয়েও কথা বলেন অধিনায়ক। বলেন, তার চোট সঠিকভাবেই ব্যবস্থাপনা হচ্ছে।
‘পুরো দল রিজওয়ানকে মিস করছে। সে দল ও জাতিকে যেভাবে সেবা দিয়েছে সেটি সত্যিই প্রশংসার দাবি রাখে। সে একজন যোদ্ধা এবং সদা সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করে। ’
বাবর এও যোগ করেন, রিজওয়ানের চোট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তাকে রক্ষার জন্য আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে এবং সঠিক দেখভাল করা হবে। আমার আশা সে আয়ারল্যান্ড সিরিজের আগেই সেরে উঠবে। তাকে খুব দ্রুতই মাঠে পাব।
ব্যাটিং পজিশন নিয়ে এক প্রশ্নে বাবর বলেন, টিমের কৌশলের ওপর নির্ভর করে কে কোথায় ব্যাটিং করবেন। দলের প্রতিটি সদস্য টিমের সফলতায় খেলবে আমরা সেটাই চাই।
তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।