এবারের আইপিএলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড দুবার ভেঙেছে সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ১২৫ রান তুলে আরেকটি বিশ্বরেকর্ড গড়ল দলটি।
আইপিএল তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ছয় ওভারে এত রান করার নজির নেই কোনো দলের।
আগের রেকর্ডটি ছিল নটিংহাম শায়ারের। ২০১৭ সালে ইংল্যান্ডে ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ডারহামের বিপক্ষে প্রথম ছয় ওভারে ১০৬ রান তুলেছিল তারা।
আইপিএলে এর আগে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ১০৫ রানের রেকর্ড ছিল কলকাতা নাইটরাইডার্সের। আজ সেই রেকর্ড ভাঙে হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা।
পাওয়ার প্লেতে টর্নেডো ব্যাটিংয়ে মাত্র ২৬ বলে ৮৪ রান করেন ট্রাভিস হেড। আর অভিষেক ১০ বলে করেন ৪০ রান!
সপ্তম ওভারে অভিষেকের (১২ বলে ৪৬) বিদায়ে ভাঙে ৩৮ বলে ১৩১ রানের উদ্বোধনী জুটি। পরে ট্রাভিস হেড থামেন ৩২ বলে ৮৯ রানে। দুই ওপেনারই হাঁকান ছয়টি করে ছক্কা।