Logo
Logo
×

খেলা

‘রোহিতকে নিয়ে ভিত্তিহীন ভুয়া নিউজ হচ্ছে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ পিএম

‘রোহিতকে নিয়ে ভিত্তিহীন ভুয়া নিউজ হচ্ছে’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর চলছে। মুম্বাই ইন্ডিয়ান্সকে রেকর্ড পাঁচবার আইপিএল শিরোপা উপহার দেওয়া অধিনায়ক রোহিত শর্মাকে এবার নেতৃত্ব থেকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে।

রোহিত নেতৃত্ব হারানোর পর থেকেই ভারতীয় সংবাদমাধ্যমে নানা মুখরোচক খবর আসতে থাকে। সম্প্রতি গুঞ্জন রটে মুম্বাই ছেড়ে পরবর্তী মৌসুমে পাঞ্জাব কিংসে যাবেন রোহিত। যা নিয়ে এবার মুখ খুললেন পাঞ্জাবের কর্ণধার ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।

ভুয়া কিছু নিউজে হ্যাশট্যাগ দিয়ে পাঞ্জাব কিংসের ফ্র্যাঞ্চাইজি মালিক প্রীতি জিনতা লেখেন, এসব আর্টিকেল সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। রোহিত শর্মার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে এবং আমি ওর খুব বড় সমর্থক। কিন্তু আমি কখনোই তার সঙ্গে আলোচনা করিনি কিংবা কোনো সাক্ষাৎকার এমনকি মন্তব্য পর্যন্ত করিনি। 

প্রীতি আরও লেখেন, এসব আর্টিকেল মিথ্যা তথ্যের উৎকৃষ্ট উদাহরণ, যা নিয়ে আমার মাধ্যমে কোনো যাছাই করা ছাড়াই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গণমাধ্যমের প্রতি আমার অনুরোধ এ ধরনের সংবাদ করা থেকে বিরত থাকুন এবং আমাদেরও কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। বর্তমানে দারুণ একটি দল রয়েছে আমাদের এবং ২০২৪ আইপিএলের পরবর্তী ম্যাচগুলো জয়ের দিকেই আমাদের পূর্ণ মনোযোগ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম